বিবাহিত নারী (তৃতীয় পর্ব)

বিয়ে করার পর মহিলারা সম্পূর্ণভাবে স্বামী-মুখাপেক্ষী হয়ে পড়েন। নিজেদের অতীত জীবনের শিকড় উপড়ে ফেলে স্বামীর জগতের সঙ্গে তাঁরা নিজেদের জুড়ে দেন। বিয়ের আগে মহিলারা থাকেন বাবা-দাদা বা দেবর-ভাসুরের অধীনে, আর বিয়ের পর স্বামীর নিয়ন্ত্রণে। সমাজের এই প্রেক্ষিতে মহিলারা তাই নিজেদের শরীরকেই মূলধন হিসাবে ব্যবহার করে থাকেন। (তৃতীয় পর্ব)

by চন্দন আঢ্য | 10 December, 2020 | 778 | Tags : Feminism Simone de Beauvoir Married Women France